ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
গতকাল মে ০৬, ২০২৫ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
আজ ৬ মে ২০২৫, মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে তারা সামাজিক উন্নয়ন, মানবিক সেবা কার্যক্রম এবং ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
লায়ন খান আকতারুজ্জামান দেশসেবা ও মানবিক কার্যক্রমে লায়ন্স ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
সচিব সালেহ আহমেদ গণমুখী উদ্যোগে লায়নদের অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে নাগরিক অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সাক্ষাৎ এক আন্তরিক ও গঠনমূলক আলোচনা হিসেবে বিবেচিত হয়, যা ভবিষ্যতে জনসেবা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।