লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB)-এর AGM মো. মহিউদ্দিনের সঙ্গে

অনলাইন ডেস্ক:
আজ ০৭ মে, ২০২৫ বুধবার লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ আজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB)-এর সহকারী মহাব্যবস্থাপক (Assistant General Manager) মো. মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়ে উভয়েই আগ্রহ প্রকাশ করেন এবং এই লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় লায়ন খান আকতারুজ্জামান সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে নেতৃত্বদানের গুরুত্ব তুলে ধরেন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
এই সৌজন্য সাক্ষাৎ দেশের উন্নয়ন ভাবনায় এক সুন্দর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।