২১ মে থেকে ঈদুল আজহার আগাম ট্রেন টিকিট বিক্রি শুরু, থাকছে বিশেষ ট্রেন ও পশুবাহী ক্যাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। প্রথম দিন বিক্রি হবে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত ধাপে ধাপে বিক্রি হবে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট।
রেলওয়ের পূর্বাঞ্চলের উপ-প্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহম্মদ ইমরান জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ নানা প্রস্তুতি গ্রহণ করেছে। চাঁদ দেখা অনুযায়ী, ঈদুল আজহা আগামী ৭ বা ৮ জুন অনুষ্ঠিত হতে পারে।
বিশেষ ট্রেন ও ক্যাটল ট্রেন চালুর উদ্যোগ
ঈদ উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শোলাকিয়ার ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেন—একটি ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং অন্যটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলবে।
এছাড়া চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও জয়দেবপুর-পার্বতীপুর রুটেও চলবে বিশেষ ট্রেন।
কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হবে।
- ২ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকা অভিমুখে চলবে ‘ক্যাটল স্পেশাল-১’।
- ৩ জুন একই রুটে চলবে আরেকটি ট্রেন।
- অন্যদিকে, ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ইসলামপুর বাজার থেকে ছেড়ে যাবে ‘ক্যাটল স্পেশাল-২’।
টিকিট সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলি
- এবারও পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
- একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকিট সংগ্রহ করতে পারবেন, যার মধ্যে যাত্রা ও ফিরতি উভয় দিকের টিকিট অন্তর্ভুক্ত।
- এই টিকিট রিফান্ডযোগ্য নয়, অর্থাৎ কেনার পর ফেরত দেওয়া যাবে না।
রেল কর্তৃপক্ষ আশা করছে, আগাম প্রস্তুতির ফলে যাত্রীসেবায় এবারের ঈদযাত্রা আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হবে।