আলকাট্রাজ পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের, নিরাপত্তার প্রতীক হিসেবে তুলে ধরলেন কুখ্যাত কারাগারটি

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনর্নির্মাণ ও চালুর নির্দেশ দিয়েছেন। সোমবার (৫ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফেডারেল ব্যুরো অব প্রিজনস (BOP)-কে কারাগারটি পুনরায় সচল করতে বলেছেন ট্রাম্প।
রবিবার স্থানীয় সময় এক পোস্টে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “আলকাট্রাজ পুনর্গঠন করুন এবং খুলুন!”। তিনি বলেন, “যখন আমরা আরও কঠোর মনোভাবের জাতি ছিলাম, তখন আমরা দুশ্চরিত্র অপরাধীদের আলাদা রাখতাম—এখন আবার সেটিই প্রয়োজন”।
ট্রাম্পের ভাষ্যমতে, আলকাট্রাজকে যুক্তরাষ্ট্রের আইনের কঠোরতা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে ফিরিয়ে আনার সময় এসেছে। তিনি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সমন্বয় করে বিওপিকে নির্দেশ দিয়েছেন যেন কারাগারটিকে বড় পরিসরে সংস্কার করে পুনরায় চালু করা হয়।
১৯৬৩ সালে বন্ধ হওয়া এই কারাগার এক সময় আল কাপন, রবার্ট স্ট্রাউড প্রমুখ দুর্ধর্ষ অপরাধীদের আটক রাখার জন্য berüchtigte (কুখ্যাত) ছিল। এটি বর্তমানে সান ফ্রান্সিসকোর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে তীব্র সমালোচনা করেন কংগ্রেসের ডেমোক্রেটিক নেত্রী ও ক্যালিফোর্নিয়ার সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। এক্স (প্রাক্তন টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “আলকাট্রাজ এখন একটি জাতীয় উদ্যান এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ৬০ বছরের পুরনো কারাগারকে আবার চালুর প্রস্তাব গুরুত্বহীন।”
এদিকে, ফেডারেল ব্যুরো অব প্রিজনস জানায়, দ্বীপভিত্তিক অবস্থান ও উচ্চ ব্যয়ের কারণে ১৯৬৩ সালে আলকাট্রাজ বন্ধ করা হয়। বিওপি’র মতে, কারাগারটি চালাতে অন্যান্য ফেডারেল জেলখানার চেয়ে তিনগুণ খরচ হতো।
প্রসঙ্গত, সান ফ্রান্সিসকো উপসাগরের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় এবং প্রবল স্রোত ও ঠাণ্ডা পানির জন্য এটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হতো। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রমাণিত ঘটনা নেই, যদিও পাঁচ বন্দী নিখোঁজ ও মৃত্যুর তালিকাভুক্ত হন।