‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস, বন্ধ ঋণ সুবিধা

নিজস্ব প্রতিবেদক পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটি সোমবার (৫ মে) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই আরও জানিয়েছে, ক্যাটাগরি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আরএকে সিরামিকসকে এখন থেকে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ সুবিধা দিতে পারবে না। এই নিষেধাজ্ঞাও সোমবার থেকেই কার্যকর হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জারি করা নির্দেশনায় বলা হয়, পরপর দুই বছর ডিভিডেন্ড না দেওয়া, সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, ছয় মাসের বেশি সময় উৎপাদন বন্ধ রাখা, জমাকৃত লোকসান পরিশোধিত মূলধনের চেয়ে বেশি হলে কিংবা ঘোষিত লভ্যাংশের অন্তত ৮০ শতাংশ নির্ধারিত সময়ে বিতরণ না করলে সংশ্লিষ্ট কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।