পুঁজিবাজারে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভের ডাক

পুঁজিবাজার প্রতিবেদক টানা দরপতনে বিপর্যস্ত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে মূলধনের ক্ষতি ও বাজারে গতি না ফেরায় এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেল ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
সংগঠনটির সমন্বয়ক ও মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাজারে টানা ধস ও নিয়ন্ত্রণ সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে বিনিয়োগকারীরা এ কর্মসূচি ডেকেছেন।
বিসিএমআইএর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাজারে চলমান নৈরাজ্য ও ধ্বংসাত্মক পরিস্থিতির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। তাই তার অপসারণের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে সব বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনকে বিক্ষোভে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে—এমন আশায় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হন। কিন্তু প্রায় আট মাস পার হলেও বাজারে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এতে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এর আগে, গত ১৫ এপ্রিল বিএসইসি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যানদের পদত্যাগ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।