বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
স্বর্ণের দামে হঠাৎ পরিবর্তন, ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো ৫ হাজার টাকা টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, পুঁজিবাজারে বিক্ষোভ প্রধান উপদেষ্টা ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন পরিচালকদের কাছ থেকে ২ কোটি শেয়ার পেলেন যারা, ক্রাউন সিমেন্টে বড় লেনদেন পুঁজিবাজারে শৃঙ্খলা রক্ষায় ডিবিএর দৃঢ় বার্তা আইপিডিসি চেয়ারম্যানের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত প্রকাশ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০% লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভের ডাক বাজারে এলো নতুন ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান

সর্বশেষ আপডেট:

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পুঁজিবাজারে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভের ডাক

পুঁজিবাজার প্রতিবেদক টানা দরপতনে বিপর্যস্ত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে মূলধনের ক্ষতি ও বাজারে গতি না ফেরায় এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেল ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

সংগঠনটির সমন্বয়ক ও মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাজারে টানা ধস ও নিয়ন্ত্রণ সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে বিনিয়োগকারীরা এ কর্মসূচি ডেকেছেন।

বিসিএমআইএর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাজারে চলমান নৈরাজ্য ও ধ্বংসাত্মক পরিস্থিতির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। তাই তার অপসারণের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে সব বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনকে বিক্ষোভে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে—এমন আশায় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হন। কিন্তু প্রায় আট মাস পার হলেও বাজারে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এতে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এর আগে, গত ১৫ এপ্রিল বিএসইসি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যানদের পদত্যাগ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com