বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
স্বর্ণের দামে হঠাৎ পরিবর্তন, ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো ৫ হাজার টাকা টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, পুঁজিবাজারে বিক্ষোভ প্রধান উপদেষ্টা ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন পরিচালকদের কাছ থেকে ২ কোটি শেয়ার পেলেন যারা, ক্রাউন সিমেন্টে বড় লেনদেন পুঁজিবাজারে শৃঙ্খলা রক্ষায় ডিবিএর দৃঢ় বার্তা আইপিডিসি চেয়ারম্যানের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত প্রকাশ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০% লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভের ডাক বাজারে এলো নতুন ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, পুঁজিবাজারে বিক্ষোভ

পুঁজিবাজার প্রতিবেদক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা আট কার্যদিবস পুঁজিবাজারে সূচকে পতন ঘটল।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। দিনশেষে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

এদিকে, পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের ফলে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর প্রতিবাদে বুধবার দুপুর আড়াইটার দিকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণ দাবিতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন ডিএসইতে মোট ৩০০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৩.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৫০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০২ পয়েন্ট কমে ১৪ হাজার ১১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট কমে ৯১১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৩.০২ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

সিএসইতে ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com