বাংলাদেশে আসতে চায় চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট, স্টারলিংক পেয়েছে লাইসেন্স

নিউজ ডেস্ক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রযুক্তি ও ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার (২৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, “আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।”
এছাড়া তিনি জানান, বাংলাদেশে ইতোমধ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানি স্টারলিংক তার কার্যক্রম শুরু করেছে এবং তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি লেখেন, “বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা ড. ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।”
ফয়েজ তৈয়্যব আরও জানান, খুব শিগগিরই বাংলাদেশে OSIRIS Group নামক আরেকটি আন্তর্জাতিক কোম্পানি আসছে। এর অংশ হিসেবে, বাংলাদেশি ডেটা ও ক্লাউড কোম্পানি যাত্রার মাধ্যমে কালিয়াকৈর হাইটেক পার্কে স্থাপিত হচ্ছে বিশ্বমানের সিকিউরড হাইপার-স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার। যেখানে ভবিষ্যতে মেটা, গুগল-এর মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পে-লোড হোস্ট করা হতে পারে।
তিনি বলেন, “এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলেছেন ড. মুহাম্মদ ইউনূস।”