রূপালী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রতিবেদক পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। রোববার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এজিএমের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।
সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় (০.৪৭ টাকা) উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৪১ টাকা।
উল্লেখ্য, এই করপোরেট ঘোষণার কারণে আজ রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কোনো সার্কিট ব্রেকার বা মূল্যসীমা প্রযোজ্য থাকবে না।