৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা বার্জার পেইন্টসেরডিএসই-সিএসই সূত্রে তথ্য

পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে করে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাচ্ছেন ৫২ টাকা ৫০ পয়সা করে।
বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩০ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সালের ৩১ মার্চে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
তথ্য অনুযায়ী, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠেয় এ সভার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।
আলোচ্য বছরে বার্জার পেইন্টসের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ৬৯ টাকা ৯২ পয়সার তুলনায় বেশি। একই সময় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সা।
উল্লেখ্য, এর আগের বছরও কোম্পানিটি ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এদিকে, আজ বুধবার কোম্পানির শেয়ারের লেনদেনে কোনো সার্কিট ব্রেকার সীমাবদ্ধতা থাকছে না।