ডিএসইতে নতুন ভারপ্রাপ্ত এমডি হিসেবে আসাদুর রহমান

পুঁজিবাজার প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোম্পানি সচিব আসাদুর রহমানকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার (৩০ জুন) ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়ার আগে আসাদুর রহমানকে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে উন্নীত করা হয়। এর আগে এ দায়িত্বে ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাত্তিক আহমেদ শাহ, যার চুক্তির মেয়াদ শেষ হয় ২৯ জুন।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে তৎকালীন এমডি এটিএম তারিকুজ্জামান বিএসইসির কমিশনার পদে যোগ দেওয়ায় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকের পদটি শূন্য হয়ে পড়ে। সেই থেকে সাত্তিক আহমেদ শাহ অস্থায়ীভাবে প্রধান আর্থিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এমডি—উভয় দায়িত্ব পালন করে আসছিলেন।
গত বছরের নভেম্বরে ডিএসই এমডি, চিফ টেকনোলজি অফিসার (সিটিও) এবং সিওও—এই তিন শীর্ষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এখনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
ডিএসই সূত্র আরও জানিয়েছে, ডিম্যাচুয়ালাইজেশনের পর থেকে কেবল কেএএম মাজেদুর রহমানই নিয়মিত মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। তারপর থেকে এমডি পদে কেউই পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি।