ইরানের হামলার অভিযোগ তুলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সমর্থ হয়েছে। এখন এগুলো ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। খবর আলজাজিরার।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে।
আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার পরও দেশ দুটির মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। তবে ইসরায়েলিরা যদি তাদের আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও পাল্টা হামলা চালানো বন্ধ করবে।
ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে নাম প্রকাশ না করে কথা বলা ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ইরানের ভিতরে এখনও বিস্তৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায় এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কিন্তু এই মুহূর্তে ইসরায়েলের মূল লক্ষ্য অর্জন করা হয়েছে- ইরানের পারমাণবিক ক্ষমতা হ্রাস করা।