ফেনীর রেল ক্রসিং এলাকায় ম’র্মান্তিক দু’র্ঘটনায় একজন নিহত

আজ২৯/০৬/২০২৫ তারিখে ফেনী রেল ক্রসিং এলাকায় একটি ম’র্মান্তিক দু’র্ঘটনায় ট্রেনের ধা-ক্কায় এক সিএনজি যাত্রী প্রাণ হা-রান। আরো কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। নি-হ-তের ম-র-দেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে।