বাংলাদেশ মনোস্পুল পেপারের পর্ষদ সভা ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের এই সভা আগামী ২৯ এপ্রিল, সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, উক্ত সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, প্রতিবছর নির্ধারিত সময় অনুযায়ী কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে থাকে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হয়।