প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রাজউকের নতুন চেয়ারম্যান নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদে নিয়োগ দিয়েছে।
শনিবার (০৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ৪(২) ধারা অনুযায়ী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মানব সেবায় অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তিনি মানব সেবায় বিশেষ অবদান রাখতে পারেন এই কামনায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উপস্থিত ছিলেন।
অভিনন্দন জ্ঞাপন ও সম্মাননার অংশ হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং তাকে আন্তর্জাতিক পিন পরিয়ে সম্মানিত করা হয়।