বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
নববর্ষের নবত্ব, প্রিয়াংকা নিয়োগী,ভারত ভাঙ্গায় প্রবাসী স্বামীকে ঘুম পাড়িয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ বেসিক ব্যাংকের নতুন ডিএমডি নিয়োগ জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স ও স্টার স্টেপ ফুটওয়্যার-এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর বিনিয়োগ সীমা লঙ্ঘন ও মুনাফা হিসাব জটিলতায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা পরিচালকের ৩০ লাখ শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত হলিতে শিশুদের মানববন্ধন: গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষুদে শিক্ষার্থীদের সোচ্চার অবস্থান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ফেনী সেলস্ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মদিনে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

প্রবাসী ভাইকে হত্যার হুমকির অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে


বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার প্রবাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রুহুল আমিন (৩৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গনু দফাদার বাড়ির সাহাব উল্যার ছেলে এবং ডুবাই প্রবাসী।অভিযুক্ত আব্দুর রহিম (৩২) ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০০৮ সালে রুহুল আমিন ডুবাই চলে যান। এরপর ২০২৪ সালে দেশে ফিরে আসেন। প্রবাসে থাকার সময় মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম তার আপন ছোট ভাই। তিনি ভাইয়ের পাঠানো টাকা গুলো নিজের মত করে সব খরচ করে পেলেন। রুহুল আমিন দেশের আসার পর নিজের পাঠানো টাকার কোন হিসাব পাননি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ছাত্রলীগ নেতা রহিম স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে তার দুই ভাইয়ের পরিবারসহ সমাজের অনেক মানুষকে হয়রানি করেছে। বর্তমানে তার সহযোগিদের প্রভাব খাটিয়ে রুহুল আমিন ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। ২০১৫ সালে বড় ভাই বেলাল হোসেনকে তৎকালীন আওয়ামী সরকারের প্রভাব দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার অংশের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছে। গত এক মাস পূর্বে থেকে ছাত্রলীগ নেতা রহিম তার ভাইদের ওয়ারিশী সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। এজন্য রুহুল আমিনের স্ত্রীকে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করে।

অভিযোগের বিষয়ে জানতে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহিমের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করে কোন কথা বলেননা। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা যায় আওয়ামী সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন।

কোম্পানীগঞ্জ থানার উপপিরদর্শক (এসআই) মো.আলাউদ্দিন বলেন, লিখিত অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রলীগ নেতার প্রভাব খাটানোর কিছু সত্যতা রয়েছে। অন্যান্য অভিযোগ নাকচ করে দেন অভিযুক্ত ছাত্রলীগ নেতার মা। পুলিশ তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com