রূপালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন খান আকতারুজ্জামান

দৈনিক পুঁজিবাজার: আজ ২৭ অক্টোবর, ২০২৪, রবিবার রূপালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদাকে লায়ন পিন পরিয়ে বিশেষ সন্মানিত করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও আজীবন সদস্য বৃহত্তর খুলনা সমিতির আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ।
ব্যাংকিং খাতে তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতা নতুন উচ্চতায় নিয়ে যাবে উক্ত প্রতিষ্ঠানকে। তাঁর কর্মজীবনে রয়েছে বহু গুরুত্বপূর্ণ সাফল্য ও আর্থিক কৌশলে পারদর্শিতা, যা রুপালী ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।