পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং বিশ্লেষণ
নিজস্ব প্রতিবেদক :ইংরেজী নববর্ষ-২০২৫ উপলক্ষ্যে ০১লা জানুয়ারী বুধবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর প্রধান কার্যালয়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীর সাথে কেক কেটে নববর্ষ উদযাপন করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক :আজ ১৬ই ডিসেম্বর ২০২৪ ঢাকার স্কাই সিটি হোটেলে ফ্লাট এবং প্লট গ্রাহকের জন্য মিলন মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় পুষ্পধারা কোম্পানির পক্ষ থেকে বুকিং দিলে মহান বিজয় দিবস উপলক্ষে অনেক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। যে ছাড় পুরো ডিসেম্বর পর্যন্ত চলবে।
নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩০ জুন, ২০২৩ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদেও ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।