

বিশেষ প্রতিনিধি সুমি : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা ফিশারির মোড় এলাকায় পুলিশের নিকট হতে মামলার এজাহারনামীয় আসামি ছিনিয়ে নেওয়া এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উক্ত ঘটনায় ২৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৪০/১৫০ জনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা নং-৪০, তারিখ-১৪/০১/২০২৬ খ্রি:, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭ পেনাল কোড-এ মামলা রুজু করা হয়েছে।
মামলা রুজুর পরপরই অভিযান পরিচালনা করে এজাহারনামীয় নিম্নবর্ণিত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়—
১। সাগর আলী (৬১), পিতা- মৃত সুমেদ আলী
২। একেএম রেজাউল করিম (৩৯), পিতা- সাগর আলী
৩। মোঃ নাজিম উদ্দিন (৩৭), পিতা- মজুর উদ্দিন
৪। মোঃ সুজন মিয়া (২৭), পিতা- মজুর উদ্দিন
৫। মোঃ খলিলুর রহমান (৪০), পিতা- মৃত মোহাম্মদ আলী
সর্বসাং- দিঘারকান্দা (ফিশারির মোড়), ২৫ নং ওয়ার্ড
৬। জয়নাল উদ্দিন (৫২), পিতা- মৃত জবেদ আলী মুন্সি, সাং- চর বড়বিলা
৭। মোঃ নাজিম উদ্দিন (৪২), পিতা- মৃত আঃ রাজ্জাক, সাং- দিঘারকান্দা (ফিশারির মোড়), ২৫ নং ওয়ার্ড
থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত