বাংলাদেশের কোনো ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করার শামিল-মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগৃহীত
বাংলাদেশের কোনো ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করার শামিল- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে চলমান বিতর্কের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি দেশের মর্যাদার প্রতীক। একজন ক্রিকেটারের সঙ্গে অসম্মানজনক আচরণ মানে দেশের ভাবমূর্তিকে আঘাত করাএ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন জানালেও, বিষয়টি নিয়ে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। ছোটখাটো ইস্যু কূটনৈতিক ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে ফেলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ভারত সরকারের অনুমোদন সাপেক্ষেই আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়। সেই নিলামেই ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থী মহলের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরবর্তীতে মোস্তাফিজকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটিএই ঘটনার পর ভারতের মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। বিষয়টি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়ে তারা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা অনাগ্রহী এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আইসিসি।











