দেশের ইতিহাসে আবার নতুন করে স্বর্ণ বাজারে রেকর্ড দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এর আগে কখনো এত দামে সোনা বিক্রি হয়নি। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকাসোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।











