কৃতি শিক্ষার্থী তাহসিনা তাবাসসুম অনুভাকে দাগনভূঞা ফাউন্ডেশনের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
কৃতি শিক্ষার্থী তাহসিনা তাবাসসুম অনুভাকে সংবর্ধনা প্রদান করেছে দাগনভূঞা ফাউন্ডেশন। সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দাগনভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞা অঞ্চলের বাসিন্দাদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের শিল্প ও বাণিজ্য খাতের অন্যতম আইকন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও দাগনভূঞা ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি শিক্ষার্থী হিসেবে তাহসিনা তাবাসসুম অনুভার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, তাহসিনা তাবাসসুম অনুভা সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেন। পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।
তাহসিনা তাবাসসুম অনুভা বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মনজুরুল আলম টিপু এবং তাহমিনা আলম লিপির একমাত্র কন্যা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও দাগনভূঞার কৃতি সন্তান মরহুম আব্দুল আজিজের দৌহিত্রী।
অনুভা তার সংক্ষিপ্ত বক্তব্যে দাগনভূঞা ফাউন্ডেশনসহ অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সবার দোয়া কামনা করেন।












