বায়রা ২০২৬–২৮ নির্বাচন: সম্মিলিত গণতান্ত্রিক জোটে ২৭ প্রার্থী মনোনীত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে মোট ২৭ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ, স্বচ্ছতা ও সংগঠনের উন্নয়নকে সামনে রেখে এই জোট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
সভাপতি পদে মনোনীত হয়েছেন সুরমা ইন্টারন্যাশনালের (আরএল নং–২৯৯) ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল গফুর ভূঁইয়া। ভোটার নং–৯৪ ধারক এই অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে বায়রাকে আরও গতিশীল, শক্তিশালী ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সংগঠনে রূপান্তরের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মহাসচিব পদে মনোনয়ন পেয়েছেন আল আকাব এসোসিয়েটের (আরএল নং–২৩২০) ব্যবস্থাপনা অংশীদার মোঃ আতিকুর রহমান বিশ্বাস। দক্ষ প্রশাসক ও সংগঠক হিসেবে পরিচিত আতিকুর রহমান বিশ্বাস দীর্ঘদিন ধরে প্রবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এছাড়াও যুগ্ম-মহাসচিব পদে মনোনীত হয়েছেন ফ্রিডম ওভারসিজের (আরএল নং–১৩৪৭) স্বত্বাধিকারী কফিল উদ্দিন মজুমদার। জনশক্তি রপ্তানিতে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি একজন তরুণ, সৎ ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত, যিনি আধুনিক চিন্তাভাবনা ও উদ্যমের মাধ্যমে বায়রার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করতে সক্ষম হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মনোনীত প্রার্থীদের নেতৃত্বে বায়রা আরও ঐক্যবদ্ধ হবে এবং প্রবাসী শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












