ফেনীর শেষ আশ্রয় মৃত লোকটির কাপন -দাপনের প্রক্রিয়া শেষ হলো
ফেনী প্রতিনিধি: আজ ২৮-১২-২০২৫ ইং তারিখে ফেনীর বানানি পাড়া শেষ আশ্রয় ও বৃদ্ধাশ্রমে থাকা লোকটিকে আইনি সকল প্রক্রিয়া শেষ করে কাপন -দাপন সম্পন্ন করা হয়েছে।
উক্ত কাপন- দাপনে সহযোগিতা করেন ফেনীর মানব সেবা সংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের পরিচালক জিয়াউর রহমান জিয়া , প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ মোস্তাফিজুল আজম মামুন, উপদেষ্টা জনাব মোহাম্মদ মনসুর, উপদেষ্টা জিয়াউর রহমান ভূঁইয়া।
উল্লেখ্য যে গত দুই বছর আগে ঢাকাতে একটি ফ্লাইওভারের নিচে এ অসহায় লোকটিকে পাওয়া গিয়েছে। গতকাল ফেনীর শেষ আশ্রয় লোকটি মৃত্যুবরণ করেন।
উক্ত সংগঠনটি সমাজে অবহেলিত ও অসহায় বিভিন্ন লোকদের থাকা – খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থা করে থাকে যা সমাজের বিত্তবানদের সহযোগিতায় চলে থাকে।
এক বক্তব্যে শেষ আশ্রয়ের পরিচালক জিয়াউর রহমান জিয়া বলেন সমাজে বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা এই মানব সেবার সংগঠনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই সকলের সহযোগিতা আশা করি।











