বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বঙ্গজ তাল্লু গ্রুপের সিএফও- রাহাত রুমন লায়ন্স ক্লাবে যোগদান

স্টাফ রিপোর্টার

আজ ২৮ ডিসেম্বর, ২০২৫ রাজধানীর মতিঝিলস্থ দৈনিক পুঁজিবাজার -এর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন, মানবসেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে বঙ্গজ তাল্লু গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) রাহাত রুমনকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মানিত করেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দৈনিক পুঁজিবাজারের সম্পাদক ও প্রকাশক লায়ন সোয়েব মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত সাফল্যের পাশাপাশি মানবকল্যাণে সক্রিয় অংশগ্রহণ একজন কর্পোরেট ব্যক্তিত্বকে সমাজে অনুকরণীয় করে তোলে। রাহাত রুমনের এই সম্মান ভবিষ্যতে সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর আরও সক্রিয় ভূমিকা রাখার পথ সুগম করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.