বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ৮ম শরি’আহ্ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত
পুঁজিবাজার প্রতিবেদক
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৮ম সভা ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ, রোজ রবিবার কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এসএসবি’র চেয়ারম্যান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর সম্মানিত পেশ ইমাম মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী-এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন; ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ., মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ.।
পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান মাসুম ও কাজী সামিরুল হক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির, চিফ ফাইন্যান্সিয়াল
অফিসার সামসুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ.। পরবর্তীতে পর্যায়ক্রমে পূর্ববর্তী এসএসবি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও, ২০২৬ খ্রিঃ বছরের শরি’আহ্ প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন ও ১ম প্রান্তিকের শরি’আহ্ সভা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনাসহ কার্যতালিকা অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।












