জাপানের কাছে ধাক্কা খেল ব্রাজিল, দুই গোলে এগিয়ে থেকেও পরাজয়
মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার জালে গোলের বন্যা বইয়ে দিয়েছিল ব্রাজিল। তবে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে সেই ধার আর ধরে রাখতে পারল না কার্লো আনচেলত্তির দল। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাপানের আমিনোমোতো স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক জাপান ও ব্রাজিল। ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে জাপান দল।
ম্যাচের ২৬তম মিনিটে ব্রুনো গিমারেজের পাস থেকে বল পেয়ে ডিফেন্ডার পাউলো হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৩২তম মিনিটে পাকুয়েতার বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
প্রথমার্ধে পিছিয়ে থাকা জাপান দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি পরের ১৯ মিনিটে তিনটি গোল করে এগিয়ে যায়। জাপানের হয়ে গোল তিনটি করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা।
শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আনচেলত্তির শিষ্যরা। ফলে জাপানের বিপক্ষে ইতিহাসের প্রথম জয় হাতছানি দিয়ে পায় দলটি, আর ব্রাজিলের জন্য তা রইল এক তিক্ত স্মৃতি।












