বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে র্যাঙ্কিংয়ে উন্নতি জরুরি বাংলাদেশের
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তাই মেহেদি হাসান মিরাজের দলকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে আরও দুই ধাপ উন্নতি করতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে পরাজয়ের পর বেশ চাপের মুখে টাইগাররা। তবে বাকি দুই ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে তাদের সামনে। শীর্ষ আটে জায়গা না হলে বিশ্বকাপে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে।
আইসিসির নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ র্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। ফলে বাংলাদেশের মূল লক্ষ্য এখন নবম স্থানে ওঠা।
যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে আফগানিস্তানকে হারায়, তবে তাদের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৮০—যা নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান। তবুও টাইগারদের অবস্থান পরিবর্তন হবে না। তাই র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের সিরিজে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ যদি আফগানিস্তান সিরিজ ২-১ ব্যবধানে জিতে এবং উইন্ডিজদের বিপক্ষে অন্তত দু’টি ম্যাচ জিততে পারে, তবে নবম স্থানে উঠে আসবে লাল-সবুজের দল। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হারলে বিশ্বকাপের সরাসরি টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই একমাত্র পথ।
২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (দক্ষিণ আফ্রিকা সহ) সরাসরি বিশ্বকাপে খেলবে। এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে বেশি ওয়ানডে খেলবে, যা তাদের এগিয়ে রাখছে।
অন্যদিকে, বাংলাদেশের এফটিপি অনুযায়ী ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারত সফরের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। ফলে এখন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজই নির্ধারণ করে দেবে বাংলাদেশের ভাগ্য।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবিতে। তৃতীয় ও শেষ ম্যাচটি ১৪ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।












