বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক মৃত্যু দাবির চেক প্রদান

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একজন গ্রাহকের মৃত্যু দাবির চেক প্রদান করেছে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর (রবিবার): কোম্পানির মতিঝিল সার্ভিস পয়েন্ট অফিসের সম্মানিত তাকাফুল গ্রাহক ইসরাত জাহান ফাহিমা-এর মৃত্যু দাবি বাবদ ২ লাখ ৮২ হাজার ৯৬২ টাকার চেক তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। চেকটি হস্তান্তর করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প প্রধান মোঃ জসিম উদ্দিন।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প প্রধান আবু সালেহ মোহাম্মদ সুহার্ত, রিজিয়নাল সেলস ম্যানেজার মোঃ আল আমিনসহ অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৬ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর আজগড় আলী হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইসরাত জাহান ফাহিমা ইন্তেকাল করেন। তিনি বার্ষিক ২৪ হাজার ৩৮ টাকার চারটি প্রিমিয়াম জমা করেছিলেন।