কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি

পুঁজিবাজার ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাহিদ হোসেন বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সকল মানুষের নেতা তিনি। ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে নির্বাচনী প্রক্রিয়াসহ গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ের নেতৃত্ব দেবেন।”
তিনি জানান, নির্বাচনের আগে থেকেই বিএনপি সারাদেশে ৩১ দফার কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। বর্তমানে দলের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আসনের বিপরীতে ১০ গুণ বেশি, যা দলের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। তবে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
জাহিদ হোসেন জামায়াতকে ইঙ্গিত করে বলেন, “স্বৈরাচারের দোসর কারা ছিল, তা দেশের মানুষ দেখছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, থাকবে।”
আওয়ামী লীগকে কড়া সমালোচনা করে তিনি বলেন, “এই দলের ইতিহাস কখনোই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে।”
এর আগে তিনি বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ফ্যাব) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।