বেসিক ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।
সভায় ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান উপস্থিত সকলকে স্বাগত জানান এবং নানা প্রশ্নের উত্তর দেন। সভায় ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, মোঃ মতিউর রহমান (এফসিএ, এফসিএমএ), সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল আহাদ, অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পর্যবেক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোঃ হাসান ইমাম, মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ সাইদুর রহমান সোহেল এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান এন্ড কোং-এর প্রতিনিধি।
সভায় বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, “বেসিক ব্যাংকে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটিকে পরিপূর্ণভাবে আলোকিত করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্যাংকটি ধীরে ধীরে ভালো অবস্থার দিকে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি ব্যাংকের অতীত গৌরব ফিরিয়ে আনতে এবং সার্বিক উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন।
চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা ও এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদার ও আইনি প্রক্রিয়া গতিশীল করার ওপর জোর দেন। একই সঙ্গে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন ও কর্মক্ষেত্রে সুশাসন বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ব্যাংকের আয় বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়া সভায় প্রশ্নোত্তর পর্বে উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের বিভিন্ন মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।