রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসীর আবেদন, সচিবের আশ্বাসে স্বস্তি

দৈনিক পুঁজিবাজার। পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৬নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আবেদনপত্র দাখিল করা হয়েছে। মেছপা শেখ বাড়ি হতে ইলিয়াস শেখ বাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘ ১৫ বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবার শুকনো মৌসুমে ধুলাবালির কারণে নানাবিধ স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়, যা স্থানীয় জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এ কারণে এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট দপ্তরের নিকট আবেদন জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এবার সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে দাখিল করা আবেদনে উক্ত রাস্তা ইট সলিং পাকা করার জোর দাবি জানানো হয়। আবেদনটি গ্রহণ করে সচিব বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এলাকাবাসী মনে করছেন, সরকারের কার্যকর উদ্যোগের ফলে অচিরেই এই ভোগান্তির অবসান ঘটবে এবং সড়কটি পাকা হলে স্থানীয় জনগণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে।