মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে লায়ন্স ক্লাবের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:
আজ ১৩ আগস্টট মানব সেবায় বিশেষ অবদান এবং সামাজিক উন্নয়নে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানকে সম্মাননা প্রদান করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
প্রদানকারী আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নিজেও এক বহুমাত্রিক মানবিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, সংগঠন পরিচালনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য, স্কাউট গাইড ফেলোশিপ ও BSTQM-এর সক্রিয় সদস্য। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।