তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীরকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক:
মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর-কে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারকটি তাঁর হাতে তুলে দেন ক্লাবের মাননীয় প্রেসিডেন্ট, খ্যাতিমান সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি শুধু লায়ন্স ক্লাবের নেতৃত্বে নয়, বরং দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন সেবামূলক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে তাঁর বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন।
প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর একজন প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিবেদন করেছেন। তাঁর সামাজিক সম্পৃক্ততা বহু বিস্তৃত — তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ ও বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর সক্রিয় সদস্য হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
তাছাড়া, তিনি আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সম্মানিত সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক। এতে উপস্থিত সবাই এই স্বীকৃতিকে একটি সময়োপযোগী ও প্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
এই সম্মাননা নতুন প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করবে — এমনটাই প্রত্যাশা করেন আয়োজকরা।