আট বছর পর অতীত স্মৃতিতে মিথিলা, ব্যক্ত করলেন বিচ্ছেদের অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি রাফিয়াথ রশীদ মিথিলা ও তাহসান খান। ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই যুগল। তাদের সংসারে আসে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান, যার জন্ম ২০১৩ সালের ৩০ এপ্রিল।
ভক্তদের কাছে স্বপ্নের জুটি হিসেবে পরিচিত থাকলেও ২০১৭ সালে এই সম্পর্কের ইতি ঘটে। তারা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন, যা দেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে বিচ্ছেদের পরেও দুজনেই নিজেদের ব্যক্তিগত সম্মান রক্ষা করে চলেছেন—কোনো রকম বিতর্কে জড়াননি কেউই।
দীর্ঘ আট বছর পর সেই সময়ের অভিজ্ঞতা ও মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন অভিনেত্রী মিথিলা। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন তিনি।
মিথিলা বলেন, “যেকোনো সম্পর্কের ভাঙন সহজ কিছু নয়। সেটা বন্ধুত্বই হোক বা দাম্পত্য—মাথা ঠান্ডা রাখা কঠিন। আমি তখন অল্প বয়সী, এক বছরের শিশুর মা। নিজের জন্যও কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক স্থিতি ছিল না।”
তিনি আরও জানান, “২৩ বছর বয়স থেকে আমি আমার জীবন নিয়ে একটি নির্দিষ্ট চিন্তা করতাম। কিন্তু হঠাৎ করেই সেই চিন্তা, সেই পথ বদলে গেল। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, কিন্তু হঠাৎ বুঝলাম সেটি আমার ভবিষ্যতের অংশ নয়। আমার এমনকি নিজের গাড়িও ছিল না, অথচ আমার ও মেয়ের অভ্যাস ছিল গাড়িতে চলাফেরা করার।”
নারীদের অর্থনৈতিক সক্ষমতার ওপর গুরুত্বারোপ করে মিথিলা বলেন, “মেয়েদের নিজস্ব কোনো জায়গা থাকে না—বাবার বাড়ি, শ্বশুরবাড়ি। আজ আমার নিজের একটা ঠিকানা আছে, সেটা আমার জন্য গর্বের। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া মেয়েদের জন্য জীবনযাপন ও সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।”
তিনি বলেন, “আমি সব সময় পড়াশোনা, চাকরি চালিয়ে গেছি। তবে তখন এতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে, সিদ্ধান্তগুলো একা নিতে পারি। বাচ্চা মানুষ করা, জীবন গুছিয়ে নেওয়া—সবকিছুতেই সময় লেগেছে।”
মিথিলা জানান, ২০১৫ সালে তারা আলাদা থাকতে শুরু করেন। তবে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন দীর্ঘদিন। তার ভাষায়, “আমি ভেবেছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ২০১৭ সালে সিদ্ধান্ত নিই, এই সম্পর্ক আমাদের দুজনের কারোর জন্যই আর কার্যকর নয়।”
সংসার ভাঙার পর দুই বছর একা ছিলেন মিথিলা। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে পেশাগত দায়িত্ব ও পরিবার সামলে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে, বিচ্ছেদের পর তাহসান খানও দীর্ঘদিন একা ছিলেন। অবশেষে চলতি বছরের ৪ জানুয়ারি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি।
তাহসান ও মিথিলা—দুজনই আজ নতুন জীবন অধ্যায়ে প্রবেশ করেছেন। পুরোনো সম্পর্ককে সম্মান জানিয়ে এগিয়ে যাচ্ছেন যার যার পথ ধরে।