সংক্ষিপ্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ, হবে তিন ম্যাচের

ক্রীড়া প্রতিবেদক: নির্ধারিত পাঁচ ম্যাচের বদলে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সংক্ষিপ্ত করে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ ও বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই প্রস্তাব দেয় পাকিস্তানকে, যা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
পাকিস্তানের গণমাধ্যম সূত্র জানিয়েছে, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। যদিও এখনো নির্দিষ্ট সূচি প্রকাশ হয়নি, তবে পিএসএলের ফাইনাল ২৫ মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার পরই সিরিজটি আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত
সিরিজ সংক্ষিপ্ত করার বিষয়ে বিসিবি ও পিসিবির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। গতকাল শারজাহতে অনুষ্ঠিত বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ চলাকালীন এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আলোচনার মাধ্যমেই সফর পুনর্গঠনের সিদ্ধান্তে পৌঁছায় উভয় বোর্ড।
আঞ্চলিক উত্তেজনায় পরিবর্তন
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ায় সিরিজটি নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবারও ক্রিকেট ফিরছে দুই দেশেই। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ আকারে ছোট হলেও মাঠে গড়ানোর অপেক্ষায়।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন,
“ক্রিকেটারদের নিরাপত্তা ও বিশ্রামের বিষয়টি মাথায় রেখেই আমরা সফরের আকার ছোট করার অনুরোধ করি। পিসিবি সেটা গ্রহণ করেছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
ক্রিকেটপ্রেমীদের এখন চোখ তিন ম্যাচের এই সংক্ষিপ্ত সিরিজে, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও নিরাপদ পরিবেশে আয়োজিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।