নিউজিল্যান্ড ‘এ’ দলকে সহজেই হারিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ ‘এ’

ক্রীড়া প্রতিবেদক
প্রথমে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স, এরপর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং—দুইয়ে মিলে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় তুলে নিল বাংলাদেশ ‘এ’ দল।
সোমবার সিলেটে সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল। তবে শুরু থেকেই তাদের ইনিংস বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৭ ওভারের মধ্যেই চার ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফেরেন। খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের তোপে ভেঙে পড়ে কিউইদের টপ অর্ডার।
এরপর স্পিনার তানভীর ইসলাম যোগ দেন ধ্বংসযজ্ঞে। ওপেনার রাইউস মারিউকে (৫১ বলে ৪২) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। নিজের কোটা শেষ করার আগেই তুলে নেন আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত কিউইরা ১৪৭ রানে অলআউট হয়।
তিন উইকেট করে নেন খালেদ ও তানভীর, শরিফুল ও এবাদত নেন যথাক্রমে দুই ও তিনটি উইকেট। দলের পক্ষে একমাত্র প্রতিরোধ গড়েন ডিন ফক্সক্রপট, যিনি ৬৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জয়ের লক্ষ্যে ১৪৮ রানে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ শুরুটা করে আক্রমণাত্মক ভঙ্গিতে। ওপেনার নাঈম শেখ ১৮ ও পারভেজ হোসেন ২৪ রান করে ফিরে যান দ্রুত। তবে এরপর আর বিপদে পড়তে হয়নি।
এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অনিকের মধ্যকার ৫৫ রানের জুটি দলকে জয়ের পথে এগিয়ে দেয়। এনামুল ৩৮ রানে আউট হলেও মাহিদুল দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান। ৬১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ শেষ করেন তিনি।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।