কবিতা:প্রেম কি? প্রিয়াংকা নিয়োগী, ভারত

প্রেম হোলো আবেগের নবজাগরণের নির্মিত রঙ,
রঙের মোহে আসে তোমার মুখ দর্শন।
তোমার হাসির কলি নব নব ফুল ফোটায় মনে,
মনের প্রশান্তিতে তোমায় ভালোবাসি তোমায় ভালো লাগে বলে।
প্রেম কি?
তোমার মুখেই উত্তরের দেখা মেলে,
বারে বারে তোমায় আদর করব বলে।
তোমার হাসিতেই আমার হাসি,
তোমার সুখেই আমি সুখি।
তোমার উচ্ছলতায় আমি উচ্ছাসে বাসিনী।
তোমার কাছেই আছে আমার অনুভূতি,
ভালো লাগে তোমার ভাবভঙ্গি।
আগলে রাখতে চাই মনের কুঠুরিতে,
মুহুর্তে মুহূর্তে তোমায় আমার গলার কাছে নিয়ে,
মাথা হাতিয়ে আদর করব বলে।
তোমায় দেখলে প্রাণখোলা ভালোবাসা উপচে পড়ে,
নতুন নতুন বাক্য কাছে আসে।
তোমার মুখ দেখলেই আমার সমস্ত রাগ গলে,
শান্তিপূর্ণ মন হয় তোমার এটিচুড দেখে।
কথা বলতে ইচ্ছে করে হাজার হাজার ঘন্টা ধরে,
সোহাগে দুষ্টুমিতে ভালোবাসা যত্নে তোমার মন জয় করব বলে।
প্রেম সে তো সেরা কাহিনী জীবনের বাহিনী,
জীবন রঙে প্লাবন বনে নতুন দিনের অনুমানীনি,
ঘুঙুরের সাথেও তোমায় রাখি নাচেও তোমার মন মোহিনী।
নিজেকে আলোময় করা প্রেমের বাতাবরণে,
তোমার সঙ্গে দারুন দারুন মুহূর্ত হবে বলে।
_______________