কবিতা

নারীর ভূমিকা,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ভারত
নারী তুমি সবেতেই রাখো ভূমিকা,আরেকটু বুঝলে সবেতেই সেরা।
তুমি মমতাময়ী মায়ায় মেখে রাখো সংসার,
তোমার সাজানো জগতে চলে তোমার উপর ধাঁধা,বাঁধা ও অত্যাচার,
ভেবো দেখো তোমার হাতেই আছে সমাধান।
যুগের পরিবর্তনে তুমি হয়েছো দামী,
সময়ের সাথে যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছো নিজের অধিকার খানি।
বুঝিয়ে দিয়েছো যুদ্ধে তুমিও পারদর্শী।
পারো এগিয়ে যেতে জয়ের জয়ধ্বনি দিতে।
দক্ষতা রাখো সবেতেই –
“পড়াশোনা,পেশা,প্রযুক্তিবিদ্যা,খেলাধুলা, সংস্কৃতি ও রাজনীতিতে”
সবেতেই থেকো দাপিয়ে ও কাঁপিয়ে।
কম যাওনা কোনো কিছুতে,তাহলে কিসের ভয়!
ভয় ত্যাগ করো,শক্ত হও।
এই রাত তোমার,এই সমাজ তোমার,স্বাধীনতাও তোমার।
তোমার রাজত্বে অন্য কেন থাবা দেয়!
প্রসারিত ও বিকশিত রাতকে কেন অন্যের হাতের মুঠে দাও!
তুমি মা তুমি পারো “শেখাতে নারীদের শ্রদ্ধা ও সম্মান করতে”,
তোমার শিক্ষার মাধ্যমে তুমি পারো “নারী জগতের পরিবর্তন করতে”
“নারী জগতের আলোড়ন করতে”।
_______________