নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজতর করার লক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘উদ্ভাবন প্রদর্শন এবং পুরস্কার প্রদান’ শীর্ষক একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনটি সোমবার, ২৮ জুলাই ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উদ্ভাবনী তিনটি প্রকল্প উপস্থাপন করা হয়:
এই তিনটি উদ্ভাবনের মধ্যে ‘পেনশন পে থ্রো ম্যাগপাই মোবাইল অ্যাপ’-কে শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে নির্বাচিত করা হয়। উদ্ভাবক দলের সদস্য মো. খাদেমুল ইসলাম (এজিএম), মো. রওশন শাহরিয়ার (এসপিও) এবং মো. জহিরুল ইসলাম (এসপিও)-এর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস (এফসিএমএ, এফসিএ), মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মোমিনুল হক, মো. নাসিরউদ্দিন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, গোলাম সাইদ খান, সাইদুর রহমান সোহেল, নুরুর রহমান চৌধুরী, উপমহাব্যবস্থাপক এ.এম শাহেদ হোসেন, হেলেনা পারভীন, মো. হেলাল উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ব্যাংকিং সেবা সহজ ও সময়োপযোগী করতে এই উদ্ভাবনসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, গ্রাহকসেবার মানোন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। বক্তৃতায় বেসিক ব্যাংকের অতীতের গৌরব পুনরুদ্ধারে চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি উদ্ভাবনী ব্যাংকিং সেবা চালুর অঙ্গীকার এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বেসিক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শেষ হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত