অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—শিল্পাঞ্চল পুলিশে কর্মরত ডিআইজি মনির হোসেন, রেলওয়ে পুলিশে সংযুক্ত মাহবুব আলম, ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনরত আতিক ইসলাম এবং পুলিশ টেলিকমে যুক্ত এ কে এম নাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে অবসরের কারণ বিস্তারিতভাবে উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, প্রশাসনিক পুনর্বিন্যাস ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত