নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ১ টাকা ৫০ পয়সা করে নগদ লভ্যাংশ।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় রবিবার (২৭ জুলাই) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন সোমবার (২৮ জুলাই) স্টক এক্সচেঞ্জে পাঠানো তথ্যের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে প্রগতি লাইফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ আগস্ট।
করপোরেট ঘোষণার প্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেন মূল্যসীমাবিহীন থাকবে বলে জানিয়েছে ডিএসই।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত