পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে খাদ্য ও ভোগ্যপণ্য খাতে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় (এপ্রিল-জুন) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রবিবার (২৭ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল-জুন ২০২৫ মেয়াদে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১২ টাকা ৬২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ৯ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ২ টাকা ৭৯ পয়সা বা ২৮.৩৮ শতাংশ।
তবে জানুয়ারি-জুন ২০২৫ পর্যন্ত ছয় মাসের হিসাবে চিত্র ভিন্ন। এ সময় কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৪৪ পয়সা। ফলে অর্ধবার্ষিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৭.৭৪ শতাংশ বা ১ টাকা ৬৬ পয়সা।
অর্থবছরের শেষে, ৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬১ পয়সা।
বিশ্লেষকদের মতে, দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও অর্ধবার্ষিক গড় হিসাব অনুসারে মুনাফা হ্রাস পাওয়া কোম্পানিটির আয় প্রবৃদ্ধিতে কিছুটা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত