পুঁজিবাজার প্রতিবেদক: ২৫ জুলাই ২০২৫, শুক্রবার—রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত হয় দেশের অন্যতম বৃহৎ এবং মর্যাদাপূর্ণ আয়োজন ৯ম আইসিসিবি বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো। দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড, উদ্যোক্তা, সমাজসেবী এবং শিল্পপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এই মহা-আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট, খ্যাতিমান সমাজসেবক ও মানবিক নেতৃত্বের প্রতীক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একাধারে বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর সক্রিয় সদস্য। পাশাপাশি, তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক্সপোতে অংশগ্রহণের সময় DELCI LEATHER-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও লায়ন সদস্য দিলারা বেগম-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। আলোচনায় আরও উপস্থিত ছিলেন লায়ন সদস্য, দৈনিক পুঁজিবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং স্টার স্টেপ ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন সোয়েব মজুমদার।
আলোচনার এক পর্যায়ে দিলারা বেগম ঘোষণা করেন,
“DELCI LEATHER থেকে লায়ন সদস্যদের জন্য থাকবে বিশেষ মূল্যছাড়। সুলভ মূল্যে তারা পেতে পারেন উন্নতমানের লেদারের জুতা, মানিব্যাগ, বেল্টসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে মানসম্পন্ন দেশীয় পণ্যকে সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ একাধারে DELCI LEATHER-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন, যা দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং শিল্পোন্নয়নে তাঁর অব্যাহত অবদানের প্রমাণ বহন করে।
এই সম্মানজনক আয়োজন দেশের লেদার ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ। পাশাপাশি, সমাজসেবা ও নৈতিক ব্যবসায়িক নীতির সমন্বয়ে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে DELCI LEATHER ও লায়ন সংগঠনের এই অংশগ্রহণ এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত