পুঁজিবাজার প্রতিবেদক: সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং কার্যক্রমে গতি আনতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও বেসিক ব্যাংক লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৫) রাজধানীর অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, বেসিক ব্যাংকের সকল শাখা থেকে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে ইচ্ছুক নাগরিকরা নিবন্ধন ও চাঁদা জমার সুযোগ পাবেন। ব্যাংকের নির্ধারিত কাউন্টার থেকে এ সেবা নিতে পারবেন গ্রাহকরা।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য পেনশন কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ ও সুলভ হবে বলে আশা করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত