ঝালকাঠী প্রতিনিধি: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এ পাবলিক পরীক্ষায় চার প্রতিষ্ঠানের ফলাফল শতভাগ ব্যর্থতার দিকে গড়িয়েছে, যা স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত বরিশাল বোর্ডের ফলাফলে দেখা যায়, কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন, রানাপাশার ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা বিদ্যালয়ের ৭ জন, মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা বিদ্যালয়ের ১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে কেউই পাস করতে পারেনি।
একাধিক শিক্ষার্থী একসঙ্গে ব্যর্থ হওয়ায় এলাকাবাসী ও শিক্ষামহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষা মান, শিক্ষক সংকট, ক্লাসে অনিয়ম ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবসহ নানা প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, “নলছিটি উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ট স্কুলগুলোকে চিঠি দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বোর্ডের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত