পুঁজিবাজার প্রতিবেদক: ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন এক মাত্রা যোগ করেছে গুগল পে। বাংলাদেশে সম্প্রতি চালু হওয়া এই প্রযুক্তিনির্ভর সেবা মাত্র ১০ দিনের মধ্যেই সাড়া ফেলেছে। সিটি ব্যাংকের মাধ্যমে চালু হওয়া গুগল ওয়ালেট সেবা ইতোমধ্যে ২৫ হাজারেরও বেশি গ্রাহককে আকৃষ্ট করেছে।
স্মার্টফোন-ভিত্তিক এই লেনদেন পদ্ধতিতে গ্রাহকদের আর আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন নেই। শুধু এনএফসি (NFC) প্রযুক্তিসম্পন্ন অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করলেই কেনাকাটা বা বিল পরিশোধ সম্ভব। এ পর্যন্ত ২৪ হাজার ৫১৩ জন গ্রাহক নিবন্ধন করেছেন এবং ৬ হাজার ৩০০টি লেনদেন হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৭২ লাখ টাকা।
গ্রাহকের অভিজ্ঞতা ও ব্যাংকের প্রতিক্রিয়া
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার জানিয়েছেন, “প্রতিদিনই নতুন গ্রাহক গুগল পেতে যুক্ত হচ্ছেন। কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে লেনদেন করা যাচ্ছে, যা লেনদেনকে আরও সহজ এবং ঝামেলামুক্ত করেছে।”
ব্যাংক সূত্রে জানা গেছে, সিটি ব্যাংকের প্রায় ১২ লাখ ডেবিট ও ৪.৫ লাখ ক্রেডিট কার্ডধারীর মধ্যে ৪০ শতাংশ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারী। এরাই বর্তমানে গুগল পে ব্যবহার করতে পারছেন। শিগগিরই অ্যামেক্স (Amex) কার্ডধারীদেরও এই সেবায় যুক্ত করার প্রক্রিয়া চলছে।
দেশব্যাপী ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা
বাংলাদেশে সিটি ব্যাংকের ৩৫ হাজার ‘পয়েন্ট অব সেলস (POS)’ যন্ত্র রয়েছে, যার মধ্যে ৩২ হাজারেই এনএফসি প্রযুক্তি সক্রিয়। ফলে এই POS যন্ত্রে সহজেই গুগল পে ব্যবহার করে লেনদেন করা যাচ্ছে। পাশাপাশি অন্য ব্যাংকের এনএফসি-সক্ষম POS যন্ত্রেও এই সেবা কার্যকর হবে।
এতে কোনো অতিরিক্ত চার্জ নেই এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে আন্তর্জাতিক লেনদেন, এমনকি ডলারেও মূল্য পরিশোধ সম্ভব।
ব্যবসায়ীদের অভিমত
মিরপুরের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরের কর্মী রেদওয়ান আহমেদ বলেন, “গ্রাহকেরা এখন কার্ড না আনলেও ফোন দিয়েই পেমেন্ট করতে পারছেন। আগের মতোই দ্রুত লেনদেন হচ্ছে। খুচরা টাকার ঝামেলা বা ভাঙতির চিন্তা নেই।”
নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি
ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় গুগল পেতে ব্যবহৃত হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি। প্রতিটি লেনদেন সুরক্ষিত রাখতে স্ক্রিন লক ও প্রয়োজনীয় পাসওয়ার্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশ্বের শতাধিক দেশে চালু থাকা গুগল পে এখন বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করে তুলতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত