পুঁজিবাজার প্রতিবেদক: আজ ১০ মহররম, মুসলিম বিশ্বের জন্য এক গভীর শোকাবহ ও গুরুত্বপূর্ণ দিন। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের এই দিনে পালিত হয় পবিত্র আশুরা। এ দিনটির রয়েছে ঐতিহাসিক ও ধর্মীয় অসীম গুরুত্ব।
আল্লাহর অনুগ্রহ ও মাগফিরাত লাভের প্রত্যাশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখেন, নামাজ আদায় করেন, জিকির-আসকারে মগ্ন থাকেন এবং দান-খয়রাতে অংশ নেন।
ইতিহাস সাক্ষ্য দেয়, হিজরি ৬১ সনের এই দিনে তৎকালীন জুলুমবাজ শাসকের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)। কুফার ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে আশুরা দিনটি আজ মুসলিম উম্মাহর ত্যাগ, সাহস এবং দৃঢ় বিশ্বাসের প্রতীক।
দিনটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশুরার তাৎপর্য তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, “পবিত্র আশুরা উপলক্ষে আমি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণাধিক দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।”
তিনি আরও বলেন, “ইসলাম শান্তি, ন্যায় ও মানবিকতার ধর্ম। এই আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে ইমাম হোসাইন (রা.) ও তাঁর সাহসী সঙ্গীরা যেভাবে জীবন উৎসর্গ করেছেন, তা চিরকাল মানবজাতিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে।”
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত