পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে অস্থিরতা ও বিনিয়োগকারীদের ক্ষতির পেছনে যেসব চক্র সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আলী আকবর। তিনি বলেন, “যারা আইন লঙ্ঘন করছে, তাদের ছাড় দেওয়া হবে না। তবে আইন না ভাঙলে কারও ভয় পাওয়ার কিছু নেই।”
শুক্রবার (৪ জুলাই) আশুলিয়ার ব্র্যাক সিডিএম-এ ‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএসইসি এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) যৌথ আয়োজনে পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের জন্য দুই দিনের এই আবাসিক কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসইসির সহকারী পরিচালক শহীদুল ইসলাম।
আলী আকবর বলেন, “আইন প্রয়োগ ছাড়া বাজারে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। যারা সত্যিকারের বিনিয়োগ চায়, তাদের সুরক্ষা দিতেই আমাদের কঠোর হতে হবে। আমরা কাউকে উদ্দেশ্য করে নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি।”
জরিমানা আদায়ে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, “প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় লাগছে। কেউ চাইলে আপিল করতে পারে, সেটি তার অধিকার। তবে শেষ পর্যন্ত জরিমানা পরিশোধ করতেই হবে।”
সাম্প্রতিক বাজার পরিস্থিতি প্রসঙ্গে আলী আকবর বলেন, “বিএসইসি কখনোই বাজারের ক্ষতির কারণ হয়নি। বরং আস্থা তৈরির কাজটি আমরা নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছি। বর্তমান সময়টি বিনিয়োগের জন্য অনুকূল। মাঠ প্রস্তুত—এখন সিদ্ধান্ত নেওয়ার সময়।”
কমিশনার ফারজানা লালারুখ বলেন, “বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে বিএসইসি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন তারই একটি অংশ।”
নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন বলেন, “তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে অনুসন্ধানে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রশিক্ষণ তাদের আরও ফলপ্রসূ রিপোর্ট তৈরিতে সহায়ক হবে।”
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “পুঁজিবাজার বিষয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক প্রতিবেদন তৈরির জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।”
সার্বিকভাবে কর্মশালায় পুঁজিবাজারে সচেতনতা, তথ্যভিত্তিক রিপোর্টিং এবং নীতিনির্ধারকদের সঙ্গে সাংবাদিকদের কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত