পুঁজিবাজার প্রতিবেদক: গৌরবময় ইতিহাস ও মানবসেবায় অঙ্গীকারবদ্ধ সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন নতুন কার্যবর্ষ ২০২৫-২০২৬-এর জন্য নেতৃত্ব নির্ধারণ করেছে। একটি বলিষ্ঠ, কর্মমুখী এবং সেবামূলক চিন্তাধারার ভিত্তিতে গঠিত হয়েছে এবারের কার্যনির্বাহী কমিটি।
পুন:রায় নিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তাঁর নেতৃত্বে ক্লাবটি মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করছে।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যমী সংগঠক লায়ন রিপন তরফদার নিয়াম। ক্লাবের আর্থিক দায়িত্বে ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন সুপরিচিত নারী নেত্রী লায়ন জাহানারা আক্তার।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুইজন গুণী ও অভিজ্ঞ সদস্য। প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন লায়ন নুরুল কবির পাশা এমজেএফ এবং দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন লায়ন রাহাত মুসলেমীন।
ক্লাবের আন্তর্জাতিক কার্যক্রম ও এলসিএফআই-র সাথে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ক্লাব এলসিএফআই কো-অর্ডিনেটর হিসেবে পেয়েছেন লায়ন খান আরিজুল ইসলাম ইস্তিক।
এই নতুন কমিটি ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যকে ধারণ করে সামাজিক সেবামূলক কাজকে আরও গতিশীল করে তুলবে বলে সকল সদস্য আশা প্রকাশ করেছেন। নেতৃত্বের এই রূপান্তর ক্লাবের অভ্যন্তরীণ ঐক্য, জবাবদিহিতা ও জনসেবার কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত